আজকের ময়দানের খাসখবর (২৫/৪/২০২৩)

0
37
sania-mirza-and-shoaib-malik-are-officially-divorced-reveals-the-couples-close-friend

খেলার দুনিয়ার এ সমস্ত টাটকা খবর দিচ্ছেন
শান্তি রায়চৌধুরী।

মেসি-রোনালদোর লড়াই আবারও দেখতে চান অ্যাতলেটিকো মাদ্রিদের সভাপতি

- Advertisement -

এক সময় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের লড়াই মানেই ছিল মেসি-রোনালদো দ্বৈরথ। তা এখন আর দেখা যায় না। দুইজন খেলছেন দুই মহাদেশে। তবে এই দুই মহাতারকার লড়াই আবারও উপভোগ করতে চান অ্যাতলেটিকো মাদ্রিদের সভাপতি এনরিকে সেরেজো। তার কাছে প্রশ্ন করেছিল সাংবাদিকরা এই দুইজন লা লিগায় ফিরলে কেমন হয়। জবাবে এনরিকে সেরেজো বলেন, ‘আমি মনে করি, মেসি যদি লা লিগায় ফেরে, তাহলে দারুণ ব্যাপার হবে। রোনালদো ফিরলেও তা–ই। দুজন এখনো খেলছে। যদি ফিরে আসে, তাহলে অসাধারণ এক ব্যাপার হবে।’

টুইটারে ‘ব্লু টিক’ ফিরে পেলেন রোনালদো-সাকিবরা

টুইটারে সম্প্রতি ‘ব্লু টিক’ হারিয়েছিলেন বড় বড় তারকারা। এ তালিকায় ছিলেন ক্রীড়াঙ্গনের ক্রিস্টিয়ানো রোনালদো, বিরাট কোহলি থেকে শুরু করে সাকিব আল হাসানের মতো খেলোয়াড়রা। তবে আবারও তারা সেই ‘ব্লু টিক’ ফিরে পেয়েছেন, তা-ও কোনো অর্থ পরিশোধ না করেই।

লিগ ওয়ানে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে যারা

ফরাসি লিগ ওয়ানে এবার আবারো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে পিএসজি। লিগে দ্বিতীয় অবস্থানে থাকা মার্সেই থেকে ৮ পয়েন্টে এগিয়ে আছে মেসি-এমবাপ্পেরা। লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও এগিয়ে আছেন পিএসজির ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। তবে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে রয়েছেন লিলের জোনাথন ডেভিড ও লিওঁ’র আলেকজান্ডার ল্যাকাজেটেও।

৪০ বছর বয়সে পেপের নতুন চুক্তি

বয়স পেরিয়ে গেছে ৪০। তবে ফুটবলের সবুজ আঙিনায় এখনই থামছেন না পেপে। পোর্তোর সঙ্গে নতুন চুক্তি করেছেন পর্তুগিজ ডিফেন্ডার।
পেশাদার ফুটবলে নিজের ২৩তম মৌসুম শেষের পথে থাকা পেপের সঙ্গে চুক্তির মেয়াদ ১২ মাস বাড়ানোর কথা সোমবার বিবৃতি দিয়ে জানায় পোর্তো।

মেসির বার্সায় ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন আনচেলত্তি

লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার শেষ নেই। এবার এই ইসুতে প্রশ্নের মুখে পড়লেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। আগের মতোই তিনি বললেন মেসি তার পছন্দের খেলোয়াড়, কিন্তু বার্সেলোনায় আর্জেন্টাইন মহাতারকার ফেরার ইস্যুটি এড়িয়ে গেলেন বেশ কৌশলীভাবে।

হাজারতম ম্যাচে জার্মানির প্রতিপক্ষ ইউক্রেইন

আগামী জুনের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এক হাজারতম ম্যাচের প্রতিপক্ষ ইউক্রেইন। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের স্বাগতিক হওয়ায় বাছাইপর্বে খেলতে হচ্ছে না জার্মানিকে। প্রস্তুতির অংশ হিসেবে তারা খেলছে প্রীতি ম্যাচ। ১২ জুন ব্রেমেনে ইউক্রেইনের মুখোমুখি হবে জার্মানরা। ১৬ জুন তারা খেলবে পোল্যান্ডের মাঠে। এরপর ২০ জুন ঘরের মাঠে দক্ষিণ আমেরিকার দল কলম্বিয়ার মুখোমুখি হবে তারা।

বিচ্ছেদের গুঞ্জনে জল ঢাললেন শোয়েব মালিক

পাকিস্তানের ক্রিকেট অলরাউন্ডার শোয়েব মালিক ও প্রাক্তন টেনিস তারকা সানিয়া মির্জার দাম্পত্য সম্পর্ক নিয়ে জলঘোলা কম হয়নি। যাদের নিয়ে এত সরব ভারত-পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো, সেই দুজন বরাবরই চুপ থেকেছেন। সংবাদমাধ্যমগুলো রীতিমতো মালিকের সঙ্গে বেশ কয়েকজন পাকিস্তানি অভিনেত্রীর সম্পর্ক জোড়া লাগিয়ে দিচ্ছিল। তবে এবার নিজেদের দাম্পত্য সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন মালিক। তিনি মূলত এতদিন ধরে চলা সেসব গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে ঈদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেশটির এই ক্রিকেট অলরাউন্ডার। সেখানে তিনি নিজেদের ব্যস্ত সূচির কথা জানান। যার কারণে সানিয়া মির্জার সঙ্গে একত্রে সময় কাটানো হচ্ছে না বলেও দাবি মালিকের। এই সময় তিনি বলেন, তাদের নিয়ে বিচ্ছেদের খবর ভিত্তিহীন।

ফটোগ্রাফার ক্রিস্টিয়ানো রোনালদো

অনুশীলনের মাঝে ফুটবলারদের নানান মজার কাণ্ড করতে দেখা যায়। আল নাসরের অনুশীলন ক্যামেরাবন্ধী করতে ফটো সাংবাদিক এসেছিলেন। তবে নিজেই ফটোগ্রাফার বনে ক্রিস্টিয়ানো রোনালদো। অনুশীলনের ফাঁকে ফটোগ্রাফি করলেন রোনালদো। ফটো সাংবাদিকদের কাছ থেকে ক্যামেরা নিয়েই নিজেই ছবি তুলতে থাকলেন সতীর্থদের। পরবর্তীতে আল নাসর ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে রোনালদোর তোলা ছবি।

শিরোপা হাতের নাগালে রাখতে মাঠে নামছে রিয়াল

বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ জিরোনা। লা লিগায় নিজেদের সেরা ফর্মে ফিরতে বদ্ধপরিকর লস ব্ল্যাঙ্কোস। জিরোনার ঘরের মাঠে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ১১টায়।৷ চ্যাম্পিয়ন্স লিগে রীতিমতো উড়ছে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত পারফরম্যান্সে চলতি মৌসুমের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। মাদ্রিদের ক্লাবটি ইউসিএলে যতটা রঙিন, লা লিগায় ঠিক ততটাই ম্যাড়ম্যাড়ে অবস্থা। চলতি মৌসুমে নিজেদের প্রতাপ ছড়াতে পারছে না মাদ্রিদিস্তারা। টেবিল টপার বার্সেলোনার সঙ্গে ব্যবধানটা অনেকখানি হওয়ায় চাপে আছে মাদ্রিদ শিবির।

এক মাসও টিকতে পারলেন না টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ

ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার (২৩ এপ্রিল) নিউক্যাসলের ঘরের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত হওয়ার একদিন পরই বরখাস্ত হলেন টটেনহ্যামের অন্তর্বর্তীকালীন কোচ ক্রিস্টিয়ান স্টেলিনি। অ্যান্তনিও কন্তে বরখাস্তের পর স্টেলিনির ওপর বাকি মৌসুমের দায়িত্ব দেয়া হয়েছিল। তবে এক মাসও টিকলেন না তিনি।

ফাইনালের জন্য চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আজিঙ্কা রাহানে। ফর্মে না থাকায় বাদ পড়েছিলেন তিনি। সেই রাহানেকে নিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা করল ভারত। নেতৃত্বভার যথারীতি রোহিত শর্মার কাঁধে।

ভারতীয় দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএল রাহুল, কেএস ভারত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ, উমেশ যাদব ও জয়দেব উনাদকাট।

পিএসজিতে মেসিকে আরও এক মৌসুম দেখতে চান এমবাপ্পে

লিওনেল মেসিকে পিএসজিতে রেখে দিতে চান কিলিয়ান এমবাপ্পে। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর দাবি, পরবর্তী মৌসুমের জন্য লিওকে সতীর্থ হিসেবে দলে পেতে চান এমবাপ্পে। বার্সেলোনায় ছুটি কাটাতে পরিবারসহ সেখানে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

অনন্য রেকর্ডে ব্রায়েনের পাশে স্টার্লিং

২০১৯ সালে অনন্য এক রেকর্ড করেছিলেন কেভিন ও’ব্রায়েন। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছিলেন তিনি। সেই রেকর্ডে ব্রায়েনের পাশে বসলেন পল স্টার্লিং। আয়ারল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন স্টার্লিং। মঙ্গলবার (২৫ এপ্রিল) শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ১০৩ রানে আউট হন হয়েছেন তিনি। এর আগে ২০১০ সালে ওয়ানডেতে ও ২০২১ সালে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন তিনি।